Team Big Iftar এর শুভাকাঙ্খীদের পক্ষ থেকে আরো ১ লক্ষ টাকা বাগবাড়ি ক্লাব মসজিদের ইমাম সাহেবের হাতে তুলে দেন Omar Faruq Pavel এবং Saniad Chowdhury.
আল্লাহর ঘর মসজিদ এর এই উন্নয়ন কাজে যাঁরা শরিক হলেন তাঁদের জন্য দুআ করা হয়। মানুষ একদিন চলে যাবে, থেকে যাবে সৎকর্ম।
যুগ যুগ ধরে অবহেলার ওই মসজিদ এ বিগ ইফতার বিগত ৩ বছর যাবত ইফতার কার্যক্রম করে আসছে। মনে হয় আল্লাহ তার বান্দাদের দুআ কবুল করছেন এবং এর অসমাপ্ত কাজগুলো করিয়ে নিচ্ছেন।
দুআতে আরো শরিক ছিলো Big Iftar এর অন্যান্য কর্মীরা।

