আমাদের কুরবানী প্রজেক্ট এর ১ মাস হয়ে গেছে। এরই মধ্যে আলহামদুলিল্লাহ ৭ জনএর নাম হয়েছে।

কুরবানী আল্লাহর এক বড় হুকুম ( সামর্থবানদের উপর ওয়াজিব) এবং এর গোস্ত রান্না ও বিলি করা এক আনন্দের মুহূর্ত। কিন্তু জীবনযাত্রার লাগামহীন খরচের উর্ধগতি কিংবা গরু কাটার ও রাখার ঝামেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটি অনেকের ইচ্ছা থাকলেও হয়ে উঠে না।
আমরা টিম বিগ ইফতার কুরবানী ঈদের এই আনন্দে সবাইকে শরিক হওয়ার সুযোগ করে দিচ্ছি। প্রতিদিন ১০০ টাকা করে মাসে ৩,০০০ টাকা। টোটাল ৪ মাসে ১২,০০০ টাকায় ১ ভাগ (প্রয়োজনে ১৫,০০০).
আশা করি আল্লাহ চাহেতো আমরা সবাই কুরবানী দিবো ইন শাহ আল্লাহ।
ঈদের দিন গোস্ত কেটে প্যাকেট করে যাঁর যাঁর বাসায় পৌঁছে দেয়া হবে ইন শাহ আল্লাহ এবং শরিকদের এক জন করে হলেও জবাই থেকে বিলি কিংবা কোরবানির পশু কিনা, খাওয়ানো সব কাজে সাথে থাকার আহ্বান জানাচ্ছি।

Happy inauguration of Haji Mamlat Mollah Library.

আমাদের কুরবানী প্রজেক্ট এর ১ মাস হয়ে গেছে। এরই মধ্যে আলহামদুলিল্লাহ ৭ জনএর নাম হয়েছে।

ই কন কনে শীতে বাংলাদেশের উত্তরবঙ্গের দরিদ্র শীতার্ত মানুষের মাঝে Team Big Iftar এর পক্ষ থেকে কম্বল বিলি করা হয়।